ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি(NIT) Job circular

  ইনস্টিটিউট অব টেকনোলজি(NIT)মুরাদপুর চট্টগ্রাম 

national institute of technology chittagong job circular


 ইন্সট্রাক্টর প্রতি পদে ১জন করে নিয়োগ প্রদান করা হবে

(১) রসায়ন

 (২) গণিত

যোগ্যতা : স্নাতকোত্তর

জুনিয়র ইন্সট্রাক্টর প্রতি পদে ২জন নিয়োগ প্রদান করা হবে


(১) সিভিল ইঞ্জি: 

(২) কম্পিউটার ইঞ্জি: 

(৩) টেক্সটাইল ইঞ্জিঃ

(৪) মেকানিক্যাল ইঞ্জি:

যোগ্যতা- বি.এস.সি ইঞ্জিনিয়ার/ অধ্যয়নরত

ট্রেইনার নিয়োগ প্রদান করা হবে

(১) প্লাম্বিং

 (২) মোবাইল সার্ভিসিং 

(৩) গ্রাফিক্স 

(৪) সুইং মেশিন অপারেশন

(৫) টেইলারিং 

(৬) ইলেক্ট্রিক্যাল

 (৭) আই.টি সাপোর্ট

ন্যূনতম যোগ্যতা- NTVQF Level-2



অফিস সহকারী : ১জন

ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ (মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এ পারদর্শী)


আবেদনের নিয়ম : 

আবেদন পত্রের উপর পদের নাম উল্লেখ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। 

আবেদনের সাথে সংযুক্ত করতে হবে 

১ কপি পাসপোর্ট ছবি, বায়োডাটা ও সনদের ফটোকপি।

 আবেদনের শেষ তারিখ:  ৩০/১২/২০২

আবেদন পাঠানোর ঠিকানা:

মুরাদপুর, ১২৯, , চট্টগ্রাম।

মোবাইল :  ০১৮১৫-১৯০৭৭২

ন্যাশনাল-ইনস্টিটিউট-অব-টেকনোলজী-(NIT)

Post a Comment

Previous Post Next Post