Square Group Job Circular স্কয়ার গ্রুপে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ

 Square Group Job Circular

Square Group Job Circular স্কয়ার গ্রুপে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ


পদ : সেলস অফিসার আবশ্যক

পদের নাম। সেলুস অফিসার

কর্মস্থল : বাংলাদেশের যেকোনো জায়গা 

● দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।

● বিক্রয় লক্ষ্য অর্জন করা।

● পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

● উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।


বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অাধিকার দেওয়া হবে।

দেশের যেকোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে।


বয়স : অনূর্ধ্ব ৩২ বৎসর।

উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয়

সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত সহ আগামী ২৯ ডিসেম্বর, ২০২০ তারিখ সকাল ৮:০

মিনিটের এর মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।

বগুড়াঃ হোটেল ৭১ ইন, শারিফা ট্রেড সেন্টার, (আলতাফ আলী মার্কেট), নবাব বাড়ি রোড, ট্রাফিক পুলিশ ফাড়ির বিপরীত পাশে, বগুড়া।

চট্টগ্রাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ ডিপো অফিস, ৩৫/সি, (টেক্সটাইল মোড়), বায়েজীদ, চট্টগ্রাম।


Post a Comment

Previous Post Next Post