সরাসরি সাক্ষাতকারে আকিজ এসেনসিয়ালস লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সরাসরি ইন্টারভিউতে  চাকরির সুযোগ দিচ্ছে আকিজ এসেনসিয়ালস লিঃ 
সরাসরি সাক্ষাতকারে আকিজ এসেনসিয়ালস লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪


পদবী
প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (কনজ্যুমার) পদে চাকরির সুযোগ দিচ্ছে।

আকিজ রিসোর্সেস এর অঙ্গ প্রতিষ্ঠান
আকিজ এসেনসিয়ালস লিঃ 

শিক্ষাগত যোগ্যতা
উক্ত পদে চাকরির জন্য আগ্রহীদেনকে নূন্যতম এইচ এস সি বা স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা 
এ পদে চাকরির জন্য ০ হতে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানে ফ্রেশার হলেও আবেদন করতে পারবেন। 

চাকরির স্থান
এই পদে চাকরির ক্ষেত্রে বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মনমানসিকতা থাকতে হবে।
কারণ বাংলাদেশের যে কোনো জায়গায় বিবেচিত প্রার্থীদের চাকরির জন্য বিবেচনা করা হবে।

বেতন ও সুযোগ সুবিধাসমূহ
 এই পদে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে, মাসিক বেতন, ইন্সেন্টিভ, ২টি উৎসব ভাতা, টিএ/ডিএ, বাৎসরিক ইনক্রিমেন্টের সুবিধা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি এছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল ছুটি সমূহ।

সাক্ষাৎকার 
সাক্ষাৎকারের তারিখ ও সময় নির্ধারন করা হয়েছে
আগামী ১৫ জানুয়ারী, ২০২৪ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায়, 

কোম্পানির ঠিকানা
আকিজ ওয়্যারহাউজ লি., ১৮৩, বলাকা মোড়, তেজগাঁও, ঢাকা-১২০৮, বাংলাদেশ

সাক্ষাৎকারেরর বা ইন্টারভিউয়ের নিয়ম
সাক্ষাৎকারের সময় প্রার্থীগনকে নিম্নবর্ণিত কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে 
১. বায়োডাটা (সিভি) ২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি ৩. জাতীয় পরিচয় পত্রের (এন আডি কার্ড) ফটোকপি
আকিজ এসেনসিয়ালস লিমিটেড।

Post a Comment

Previous Post Next Post