এসিআই গ্রুপে নিয়োগগ বিজ্ঞপ্তি প্রকাশ | ACI Group Job Curcular 2024

পদবী
সরাসরি সাক্ষাৎকার এসিআই এনিমেল হেলথ 
মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যোগ্যতা
এসএসসি-তে বিজ্ঞান বিভাগসহ ন্যূনতম স্নাতক পাশ।
বয়স
আগ্রহী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
দক্ষতা
প্রার্থীকে মোটর সাইকেল চালনায় পারদর্শীতা হতে হবে।
চাকরির স্থান 
আগ্রহী প্রার্থীকে বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা হবে

বেতন 
মাসিক বেতন, যাতায়াত ভাতা, আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড,
গ্রাচুইটি, চিকিৎসা সুবিধা, জীবন বীমা, উৎসব ভাতা, ছুটি কাটানোর ভাতা,
মোবাইল ফোন বিল, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগসহ অন্যান্য
সুযোগ-সুবিধা।

সাক্ষাৎকারের স্থানসমূহ
ঢাকা জেলা
এসিআই সেন্টার, ২৪৫, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।

শ্রীমঙ্গল
*এসিআই ডিপো, মৌলভীবাজার রোড, ইউসুফপুর, শ্রীমঙ্গল।

চট্টগ্রাম জেলা
এসিআই ডিপো, ওহাব ম্যানসন, সি-২২, রোড-০২, হিলভিউ আবাসিক, রুবি গেট, ।

রংপুর জেলা
এসিআই ডিপো, মাহিগঞ্জ সাতমাথা চায়না সিনেমা হল রংপুর।

যশোর জেলা
এসিআই ডিপো, প্লট-১, সেক্টর- ১০, হাউজিং এস্টেট শৈখহাটি, বাবলাতলা,
ঢাকা রোড, যশোর।

সময়
১৯ জানুয়ারি ২০২৪, শুক্রবার, সকাল ৯ঃ৩০ মিনিট

ইন্টারভিউয়ের নিয়মাবলী
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র ও জীবনবৃত্তান্ত(CV) নিয়ে উল্লেকিত যেকোনো
স্থানে, নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post