আব্দুল্লাহ্ ফুডস্ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪


পদের নাম: জেনারেল ম্যানেজার (জি.এম)

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং এম.বি.এ স্নাতকোত্তর/স্নাতক সমমান

বেতন: ৮০,০০০/- (আশি হাজার) টাকা, মাসিক ডি.এ ও মোবাইল বিল: ১০,০০০/(দশ হাজার) টাকা, যাতায়তের জন্য কার ও ড্রাইভার সুবিধা সংশ্লিষ্ট কাজে অথবা অন্যান্য খাদ্য সামগ্রী বাজারজাতকরন ও মার্কেট প্রমোশনে ৫ (পাঁচ) বছরের | অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার (আর.এস.এম)

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং  স্নাতকোত্তর/স্নাতক সমমান
বেতন: ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা, মাসিক ডি.এ ৫,২০০/- (পাঁচ হাজার দুইশত) টাকা, মোবাইল বিল: ১,৫০০/(এক হাজার পাঁচশত) টাকা, মোটর সাইকেল সুবিধা এবং বিক্রয়ের উপর কমিশন সুবিধা। 

পদের নাম: মার্কেটিংঅফিসার (এম.ও)

শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি সমমান সংশ্লিষ্ট কাজে অথবা অন্যান্য খাদ্য সামগ্রী বাজারজাতকরন ও মার্কেট প্রমোশনে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ২০,০০০/- (বিশ
হাজার) টাকা, মাসিক ডি.এ
৫,২০০/- (পাঁচ হাজার দুইশত)
টাকা, মোবাইল বিল: ১,০০০/(এক হাজার) টাকা, মোটরসাইকেল এর তৈল এবং বিক্রয়ের
উপর কমিশন সুবিধা।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থিগণকে সদ্যতোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র, চেয়ারম্যান/কমিশনার সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদন পত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী ১০/০২/২০২৪ইং তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি প্রেরনের অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক “আব্দুল্লাহ্ ফুডস্ লিমিটেড” প্লট নং-পি-৫, মোহরা শিল্প এলাকা, চান্দগাঁও, চট্টগ্রাম। মোবাইল : ০১৮১৯-৩৭৭৬৮২, ০১৮৩০-১২৮৪৯৭

Post a Comment

Previous Post Next Post