ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ
জাকির হোসেন রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম
পদের নাম
১. প্রভাষক
২. হিসাবরক্ষণ
শর্তাবলি:
১. প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ইংরেজি ভার্সনে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করতে হবে।
২. শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়।
৩. কম্পিউটার পরিচালনায় দক্ষ ও NTRCA নিবন্ধনধারীদের অগ্রাধিকার দেয়া হবে ।
৪. শিক্ষক পদে অভিজ্ঞতাসম্পন্ন, একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনকারী, সরকারি টিটিসি থেকে বি.এড/ এম.এড ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান
করা হবে।
৫. সকল পদের বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।
৬. আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি ও
লিখিত আবেদনপত্র (মোবাইল নম্বরসহ) অধ্যক্ষ, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ (অগ্রণী ব্যাংক লি. খুলশী শাখা, চট্টগ্রাম) এর অনুকূলে
৫০০/- টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটসহ ১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখের মধ্যে অধ্যক্ষ, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, জাকির
হোসেন রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/ সরাসরি পৌঁছাতে হবে।
৭.
নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেলে (প্রতিষ্ঠান প্রদত্ত) বেতনসহ বাড়ি ভাড়া, অন্যান্য প্রচলিত সুবিধাদি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি
প্রদান করা হবে।
৮. আবেদন পত্রের খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৯. যাচাই বাছাই করে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর তালিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.ipscctg.edu.bd) ও নোটিশ বোর্ডে
দেওয়া হবে।
১০. লিখিত পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. বৃহস্পতিবার দুপুর ০২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
১১. নিয়োগ সংক্রান্ত যে কোন ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।