অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম।
পদ: রেকর্ড সহকারী
যোগ্যতা: এইচ.এস.সি. পাস।
বেতন: ৮২৫০-২০০১০
পদ: অফিস সহায়ক
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।
শর্তাবলী :
প্রার্থীকে আহবায়ক, বাছাই কমিটি, বিভাগীয় বিশেষ জজ আদালত, চট্টগ্রাম বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে (ক) প্রার্থীর
নাম, (খ) পিতার নাম, (গ) মাতার নাম, (ঘ) স্বামী/স্ত্রীর নাম (যদি থাকে) (ঙ) স্থায়ী ঠিকানা, (চ) বর্তমান ঠিকানা, (ছ) নিজ
জেলা, (জ) জন্ম তারিখ, (ঝ) ১৫/০২/২০২৪খ্রি. তারিখে প্রার্থীর বয়স, (ঞ) জাতীয়তা, (ট) জাতীয় পরিচয় পত্র নম্বর, (ঠ)
ধর্ম, (ড) শিক্ষাগত যোগ্যতা, (ঢ) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
আবেদনপত্র আগামী ১৫/০২/২০২৪খ্রি. তারিখ বেলা ০৫.০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা
সরাসরি আহবায়ক, নিয়োগ কমিটি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের কার্যালয়, চট্টগ্রাম বরাবর পৌঁছাতে হবে।
উক্ত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৩। আবেদনকারীর বয়স ১৫/০২/২০২৪খ্রি. তারিখে কমপক্ষে ১৮ বছর এবং অনধিক ৩০ বছর হতে হবে। প্রার্থী যদি
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হন সেক্ষেত্রে তাদের বয়স সীমা ৩২ (বত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদন পত্রের সহিত মুক্তিযোদ্ধা পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত
ফটোকপি (যাহা যথাযথ ভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে কোন
হলফনামা গ্রহণযোগ্য হবে না ।
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে :
ক. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত অনুলিপি
খ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
গ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
ঘ. স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদের
সত্যায়িত অনুলিপি।
ঙ. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।
চ. প্রার্থীর নাম-ঠিকানাসহ ১০(দশ) টাকার ডাক টিকিট সম্বলিত ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম।
চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ নম্বর কোডে বাংলাদেশ
ব্যাংক/সোনালী ব্যাংকে জমা প্রদান করতঃ চালানের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৭।
৮।
উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশ পত্রের মাধ্যমে জানানো হবে।
৯।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
১০। পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না।
১১। খামের ওপর অবশ্যই ‘পদের নাম' ও 'নিজ জেলা' স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
১২। বিজ্ঞাপিত পদের সংখ্যা প্রয়োজনে কম/বেশী করার এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ
করেন।
১৩। প্রচলিত নিয়োগ বিধি/প্রচলিত মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য কোটা/নিয়োগ সংক্রান্ত সরকারের অপরাপর বিধি/আদেশ ও
আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে।
১৪। ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নকারী কর্মকর্তার নামসহ সীল ব্যবহৃত হতে হবে।
১৫। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।