HomeCompany Job সরাসরি সাক্ষাতে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ byChittagong Job news দৈনিক চাকরির খবর -April 13, 2024 0 মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান “সোনারগাঁও ষ্টীল ফেব্রিকেট লিমিটেড” এর ফ্যাক্টরী কমপ্লেক্স- এ নিয়ে বর্ণিত পদসমূহে উৎসাহী, যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের জরুরী ভিত্তিতে নিয়োগ করা হবে।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাপদের নামজুনিয়র ফেব্রিকেটর/ফেব্রিকেটরজুনিয়র ফিটার/ফিটারমিগ ওয়েল্ডারমেশিন অপারেটরইলেক্ট্রিশিয়ানগ্রাইভারহেলপার/সিনিয়র হেলপারপেইন্টারমেকানিক্যালটেকনিশিয়ানআবেদনের পদ্ধতি:আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে ১) সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি ২) জীবন বৃত্তান্ত ৩) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৪) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি ও ফটোকপি এবং ৫) অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (যদি থাকে) সহ আগামী ১৬ এপ্রিল ২০২৪ ইং তারিখ থেকে ১৮ এপ্রিল ২০২৪ ইং তারিখ পর্যন্ত এবং ২৪ এপ্রিল ২০২৪ ইং তারিখ থেকে ২৬ এপ্রিল ২০২৪ ইং তারিখ পর্যন্ত সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য স্বশরীরে "সোনারগাঁও ষ্টীল ফেব্রিকেট লিমিটেড”, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন, ত্রিপদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ-এ উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। Tags: Company Job Facebook Twitter