‘হাতিম কনক্রিট ইন্ডাষ্ট্রিজ লিঃ' এ জরুরি ভিত্তিতে নিম্নে বর্ণিত পদে, পার্শ্বে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
পদ : সিনিয়র ম্যানেজার (মার্কেটিং)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্নাতক / স্নাতকোত্তর পাস হতে হবে। মার্কেটিং এ এম.বি.এ ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে। বিক্রয় ও বিপণনে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে ম্যানেজার পদে ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
পদ : এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ (কমার্শিয়াল / পারচেজ)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্নাতকোত্তর/ এম.বি.এ পাস হতে হবে। কমার্শিয়াল/ পারচেজ বিভাগের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ : এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ (এইচ আর এন্ড এডমিন)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্নাতকোত্তর/ এম.বি.এ পাস হতে হবে। এইচ আর এন্ড এডমিন বিভাগে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ : সিনিয়র এক্সিকিউটিভ (একাউন্স এন্ড ফিন্যান্স)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এম.কম / এম.বি.এ (একাউন্টিং), সি.এ (সি.সি) একাউন্স ডিপার্টমেন্টে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ : এক্সিকিউটিভ (একাউন্স)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এম.কম/ এম.বি.এ (একাউন্টিং), সি.এ (সি.সি) একাউন্স ডিপার্টমেন্টে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনভাতা ও অন্যান্য : বেতনভাতা আলোচনা সাপেক্ষে। টিএ / ডিএ, ইনসেনটিভ ও অন্যান্য সুবিধাদি কোম্পানীর নিয়মানুযায়ী প্রযোজ্য হইবে।
কর্মস্থল ঢাকা কর্পোরেট অফিস: বিটিআই এস্টোরিয়া (৬ষ্ঠ তলা), হাউস নং-৩১, রোড নং- ২০, ব্লক- জে, বারিধারা আ/এ, ঢাকা-১২১২ ।
আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা ১ কপি পি.পি সাইজের ছবি ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক বায়োডাটা আগামী
৩০/০৪/২৪ইং তারিখের মধ্যে সরাসরি, ডাক যোগাযোগে অথবা ই-মেইলে- hatimcorporation2@gmail.com পাঠাতে হবে।
ইন্টারভিউ/যোগাযোগের ঠিকানা চট্টগ্রাম অফিস: এস. আলম সেন্টার (৭ম তলা), ৫৮, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম।