সরাসরি সাক্ষাৎকারে ১৫০ পদে যমুনা গ্রুপে নিয়েগ বিজ্ঞপ্তি



সরাসরি সাক্ষাৎকার | ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের সংখ্যাঃ ১৫০ জন

দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান "যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড” এর উৎপাদন সামগ্রী (ইলেকট্রনিক্স, ইলেকট্রিকাল এবং স্মল-এপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ, অভিজ্ঞ/ অনভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেয়া হবে।

যোগ্যতা ও শর্তাবলী

শিক্ষাগত যোগ্যতাঃ এইচ.এস.সি / স্নাতক ( সেলসে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা )


বেতন ও ভাতাদিঃ  ১৭,০০০ হইতে ১৯,০০০ (টিএ/ডিএ সহ+ সেলস কমিশন) অন্যান্য সুযোগ-সুবিধা মাসিক বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ, ঈদ বোনাস, বিভিন্ন ধরণের পেশাদারী প্রশিক্ষণ, পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ।

সাক্ষাৎকারের স্থান তারিখ, সময়

দৈনিক যুগান্তর (চট্টগ্রাম ব্যুরো অফিস) কর্ণফুলী টাওয়ার- ৬তলা, ৬৩ এসএস খালেদ রোড, কাজির দেওরী, কোতয়ালী, চট্টগ্রাম-৪০০


তারিখ: ০২-০৫-২০২৪ বার: বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:৩০টা পর্যন্ত

মোবাইল নাম্বার: ০১৩২৯-৬৬০৮৮১ 01324-242597

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকুরীর আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০২(দুই) কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিটি কর্পোরেশন/পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার (মূল কপি) সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র সহ উপরে উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিঃ দ্রঃ প্রার্থীর অবশ্যই স্মার্ট ফোন থাকতে হবে।

অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রার্থীর নূন্যতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্বাস্থের অধিকারী হতে হবে।



Post a Comment

Previous Post Next Post