| চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে নিম্নলিখিত পদসমূহে যোগ্য প্রার্থীদের নিকট হতে জরুরী ভিত্তিতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
১। হসপিটাল চার্জ কালেকশন (এইচ.সি.সি.) এসিস্ট্যান্ট: ন্যূনতম এইচ.এস.সি. পাশ। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল এ
কাজ করার বাস্তব জ্ঞান থাকতে হবে। হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের
অগ্রাধিকার দেয়া হবে। বয়স- অনুর্ধ্ব ৩০ বছর।
২। মেইনটেনেন্স এসিস্ট্যান্ট (বায়ো মেডিকেল): ন্যূনতম এস.এস.সি / ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ০৬ মাসের কোর্স সম্পন্ন অথবা বায়ো মেডিকেল বিভাগে কাজ করা প্রার্থীদের
অগ্রাধিকার দেয়া হবে। বয়স- অনুর্ধ্ব ৩০ বছর।
৩। গাড়ী চালক: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। হালকা ও ভারী উভয় প্রকার যানবাহন চালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা
সম্পন্ন হতে হবে। বয়স- অনুর্ধ্ব ৩৫ বছর। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
৪। গার্ডেনার হেলপার (মালি): ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। বীজতলায় চারা উৎপাদনসহ বাগানের যাবতীয় কাজে ২ বছরের
অভিজ্ঞতা থাকতে হবে। বয়স- অনুর্ধ্ব ৩৫ বছর। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
৫। হাইজেনিক হেলপার: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। কোন প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার বাস্তব অভিজ্ঞতা
সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স- অনুর্ধ্ব ২৫ বছর।
পদসমূহের বেতন ও সুবিধাদিঃ প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বেতন, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ও অন্যান্য সুবিধাসমূহ।
| আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত, সাম্প্রতিককালে তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল
নম্বরসহ আবেদনপত্র আগামী ০৩/০৭/২০২৪ইং তারিখের মধ্যে নিম্নঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
ব্যবস্থাপক (মানব সম্পদ)
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, পাহাড়তলী-৪২০২, চট্টগ্রাম। ইমেইল: career@ctgeyeinfirmary.info