জনসেবা নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংস্থা জনসেবা (চট্টগ্রাম) এমআরএ সনদ নং-০২৪৮৭-০০৩৬০-০০৩১০ এর সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, ভাটিয়ারী, সীতাকুন্ড, বড়দারোগার হাট ও মিরসরাই আবুতোরাব বাজার এলাকার জন্য নিম্নোক্ত পদে কিছু সংখ্যক মহিলা/পুরুষ আবশ্যক। এলাকার স্থানীয়দের অগ্রাধিকার হবে।
কার্যক্রম মনিটরিং কর্মকর্তা ও হিসাব কর্মকর্তা প্রধান অফিস : শিক্ষাগতযোগ্যতা- স্নাতক/বি
কম/স্নাতকোত্তর বেতন-২০,০০০ টাকা, শিক্ষানবিশ কাল (সর্ব সাকুল্যে)। এ পদে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ৫
বছরের অভিজ্ঞ হতে হবে।
২। সহকারী শাখা ব্যবস্থাপক : স্নাতক/ এইচ এসসি বেতন- ১৩,৩০০ টাকা (সর্ব সাকুল্যে)।
৩। কার্যক্রম সংগঠক (মাঠ পর্যায়ে) ঃ এস. এস. সি/ এইচ.এস. সি । বেতন- ১০,০০০ টাকা
(সর্ব সাকুল্যে)।
সকল পদে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। চাকুরী নিয়মিত হলে বেতন বৃদ্ধি সহ বছরে ২ টি বেসিক বোনাস, হাজিরা বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বৈশাখী ভাতা, স্টাফ কল্যাণ তহবিলসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ০২ কপি ছবিসহ আবেদনপত্র সহকারে আগামী ১১.১০.২০২৪ ইং তারিখ শুক্রবার সকাল ৯.০০ ঘটিকার সময় নিম্ন ঠিকানায় লিখিত পরীক্ষায়
অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
নির্বাহী পরিচালক
জনসেবা, এস.এম ভিলা- শহিদ রফিক সড়ক, সাগরিকা জহুর আহম্মদ স্টেডিয়াম গেইট থেকে ডানে হাফ কিলোমিটার, পেয়ারী মোহন সেন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, উত্তর কাট্টলী, পাহাড়তলী, চট্টগ্রাম ।