স্বনামধন্য ফিলিং ষ্টেশনে বিভিন্ন পদে চাকরির সুযোগ

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

কক্সবাজারস্থ চকরিয়ায় একটি স্বনামধন্য ফিলিং ষ্টেশন এর জন্য নিন্মোক্ত পদে জনবল নিয়োগ দেয়া হবে | প্রার্থীদের উপযুক্ত বেতন ও কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।



১. ম্যানেজার (অপারেশন)

শিক্ষাগত যোগ্যতা  : মাষ্টার্স/অনার্স পাশ
বেতন : আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা : ম্যানেজার পদে ৫ বছরের অভিজ্ঞতার
| পাশাপাশি পেট্রোলিয়াম ও এলপিজি জাত পন্য
বিক্রয় ও বিপণনের উপর নূন্যতম ৩ (তিন)
বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. হিসাবরক্ষক (সিনিয়র এক্সিকিউটিভ) 

শিক্ষাগত যোগ্যতা : মাষ্টার্স/অনার্স পাশ
বেতন : আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা : নূন্যতম ২ বছরের হিসাব বিভাগে
আবশ্যক।

৩. সুপারভাইজার কাম স্টোর কীপার 

শিক্ষাগত যোগ্যতা  : নূন্যতম এইচ এস সি পাশ।
অভিজ্ঞতা : পেট্রোলিয়াম, এলপিজি ও অন্যান্য  মালামাল সংরক্ষনে নূন্যতম ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

৪. ক্যাশিয়ার 

শিক্ষাগত যোগ্যতা  :  নূন্যতম স্নাতক পাশ ।
অভিজ্ঞতা : ক্যাশ পরিচালনার ক্ষেত্রে নূন্যতম ২/৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

 আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ০৫-১২-২০২৪ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। অভিজ্ঞতার সাথে অসামঞ্জস্যপূর্ন আবেদন | বা অসম্পূর্ন আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদ আনতে হবে ।

এইচ আর বিভাগ
টাওয়ার-৭১ (১৪তম তলা), আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম। মোবাইল নং- ০১৭০৮৪৬৩৯৭৭, ই-মেইল ashraf.apu@madina.co
বিঃ দ্রঃ চট্টগ্রাম, কক্সবাজার ও চকরিয়া প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।
 
                                   বিজ্ঞপ্তি


Post a Comment

Previous Post Next Post