Deadline: 16 Mar 2025
- ৫০৫ পদে কারা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি
- আবেদনের শেষ তারিখঃ ১৬ মার্চ ২০২৫
- আবেদন: http://prison.teletalk.com.bd/
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
পদের নাম: কারারক্ষী
পদের সংখ্যা: ৩৭৮টি
বেতন স্কেল/গ্রেড: গ্রেড-১৭ ( ৯,০০০-২১,৮০০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি:
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ন্যূনতম শারীরিক যোগ্যতা:
(১) উচ্চতা: অন্যূন ১.৬৭ মিটার (পুরুষ)
(২) বুকের মাপ: পুরুষ অন্যূন ৮১.২৮ সেন্টিমিটার।
(৩) ওজন: পুরুষ অন্যূন ৫২ কেজি
(গ) বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
পদের নাম: মহিলা কারারক্ষী
পদের সংখ্যা: ১২৭টি
বেতন স্কেল/গ্রেড: গ্রেড-১৭ ( ৯,০০০-২১,৮০০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি:
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ন্যূনতম শারীরিক যোগ্যতা:
(১) উচ্চতা: অন্যূন ১.৫৭ মিটার। (মহিলা)
(২) বুকের মাপ: মহিলা অন্যূন ৭৬.৮১ সেন্টিমিটার।
(৩) ওজন: মহিলা অন্যূন ৪৫ কেজি।
(গ) বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
