NID Card ভোটার আইডি কার্ড সংশোধন

জাতীয় পরিচয়পত্র (Nid Card) ভুল হওয়া সমস্যাটা নিহায়েত কম নয়। কারো নাম, কারো ঠিকানা, একেকজনের একক রকম ভুল। তবে ঠিক করতে বললে সবাই হতাশ হয় সরকারী কাজে হয়রানি দোড়াদোড়ি তাও কাজ হয় না। আবার কোথায়,  কিভাবে কার সাথে কথা বলে সমাধান করবে। আবার এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে মূল্যবান একটি সম্পদ। কিন্তু আপনি জেনে অবাক হবেন এটি বিনামূল্য আপনি ঘরে বসে ৫ মিনিটে সংশোধন করতে পারবেন।  চলুন জেনে নেওয়া যাক
জাতীয় পরিচয়পত্র নাম সংশোধন করার নিয়ম
জাতীয় পরিচয়পত্র নাম সংশোধন করার নিয়ম 


নিয়ম ১: প্লে-স্টোর থেকে মোবাইল অ্যাপ ডাউনলোড করা এবং ইনস্টল করা।

আপনি নিজে ঘরে বসে ফ্রীতে জাতীয় পরিচয়পত্র (Nid Card) ভুল সংশোধন করতে প্রথম শুরুতে একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াবলী সম্পন্ন করতে হবে। তার জন্য আপনাকে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে যেটা আপনি Android এবং apple সব ভারসনের পাবেন। এপসটির নাম NID WALLET। এই NID WALLET নামের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে  ইনস্টল করবেন । আবেদন কাজজ শুরু করার পূর্বে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস স্ক্যান অথবা মোবাইলে ছবি তুলে নিতে হবে। আবেদন কাজ শুরু করার সময় সহজে খুঁজে পেতে ছবিগুলোর নাম দিয়ে আলাদা ফোল্ডার করে রাখুন মোবাইল যাতে সহজে খুঁজে পান।

নিয়ম ২:   NID WALLET এপসে একাউন্ট রেজিস্ট্রেশন নিয়ম।

NID Card সংশোধন করার জন্য ওয়েবসাইটে বা এপসে আপনাকে রেজিস্টেশন করতে হবে। আপনি ‘রেজিস্ট্রেশন করুন’ নামে একটি অপশন দেখবেন।  তখন সেই অপশনে ক্লিক করারর পর আপনাকে জাতীয় পরিচয়পত্রের বা  NiD Card নম্বর ও জন্ম তারিখ, মাস, সাল দিতে হবে। এরপরে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। আপনার মোবাইল ফোনের নাম্বার ‘ভেরিফাই (Verify)’ করে নিতে হবে। আপনার মোবাইল নম্বর আপনি চাইলে পরিবর্তনও করার সুযোগ পাবেন।  মোবাইল নাম্বারটি দেওয়ার পর ঐ নম্বরে একটি কোড নম্বর আসবে। কোডটি সাবমিট করে দিয়ে আপনি আপনার নাম্বারটির মাধ্যমে ভ্যারিফাই করতে পারবেন। ডাউনলোড করা অ্যাপটিতে  মুখমণ্ডল ‘ভ্যারিফাই’ করতে হবে। ভ্যারিফাই সম্পন্ন হলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি ভুল সংশোধন করতে পারবেন।

নিয়ম ৩:  NiD Card ভোটার আইডি কার্ড তথ্য সংশোধন নিয়ম।

 লগইন করার পর প্রোফাইল, রিইস্যু, ডাউনলোড—এইরকম তিনটি অপশন দেখবেন । সেখান থেকে প্রোফাইল অপশনটিতে ক্লিক করুন, সেখানে ব্যক্তিগত তথ্য ও ঠিকানাসহ সকল প্রয়োজনীয় তথ্যগুলো থাকবে। তথ্যগুলোর ভুল সংশোধন করতে ‘এডিট ’ অপশনে ক্লিক করুন। NID Card এর সকল তথ্য আপনি দেখতে পাবেন। আপনি যে তথ্যটি ভুল সংশোধন করতে চাচ্ছেন, সেটি সংশোধন করুন । এখানে আগের তথ্য ও ভুল সংশোধিত তথ্য দেখানো হবে। সব ঠিক হয়ে থাকলে ‘পরবর্তী’ বাটন ক্লিক করুন। এই প্রক্রিয়ায় আপনাকে NID Card ভুল সংশোধন করার জন্য ফি প্রদান করার কাজটি সম্পন্ন করতে হবে।

নিয়ম ৪:  ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে 

নাম ভুল সংশোধন জন্য  ভ্যাটসহ  ফি ২৩০ টাকা এবং অন্যান্য তথ্য  ভুল সংশোধনেরর জন্য ফি ১১৫ টাকা। উভয় তথ্য  ভুল সংশোধনের জন্য ফি ভ্যাটসহ ৩৪৫ টাকা, রিইস্যু আবেদন ফিসহ ৩৪৫ টাকা এবং জরুরি ‍রিইস্যুর জন্য  এক্ষেত্রে ফি ৫৭৫ টাকা দিতে হবে। ব্যাংক বা অনলাইনে আপনি ফি পরিশোদ করতে পারবেন।

নিয়ম ৫: প্রয়োজনীয় কাগজপত্র জমা  /ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে

ফি পরিশোদ করার পরে ‘পরবর্তী’ বাটনে দেখতে পাবেন ওটাতে ক্লিক করলে দুটি অপশন পাবেন। ১ম টি আবেদনের ধরন, ২য় টি বিতরণের ধরন। আপনার জন্য যেটি সঠিক সেই অপশনটি নির্বাচন করুন ‘পরবর্তী’ বাটনে আবারো ক্লিক করুন। এরপর আপনার পাবলিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্মনিবন্ধন সনদপত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন ধরনের ডকুমেন্টসমূহ আপলোড করতে পারবেন এবং করুন। যে ডকুমেন্টগুলো আপনি জমা দিতে ইচ্ছুক, সেটি সিলেক্ট করুন এবং আপনার তুলে রাখা ছবি ডকুমেন্টটিগুলি সব ডকুমেন্ট আপলোড করুন। আপলোড সম্পন্ন হলে সাবমিট বাটনে পাবেন ক্লিক করুন। ক্লিকের পর আপনার প্রোফাইল পেজ দেখতে পাবেন। সেখানে ডাউনলোড নামে বাটন পাবেন ঐ বাটনে ক্লিক করে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে ফেলুন।
এখন শুধুই অপেক্ষার পালা। দুই মাসের মধ্যে আপনার মোবাইলে এসএমএসের দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনার ভুল সংশোধনের জন্য আবেদনটি আপডেট করা হয়েছে। এসএমএস পাওয়ার পর আপনি আপনার আবেদনপত্রটি ও পুরোনো Nid Card টি নিয়ে নির্বাচন অফিসে গিয়ে সংশোধিত NID Card টি সংগ্রহ করে নিতে পারবেন।





Post a Comment

Previous Post Next Post