পদ : কোয়ালিটি ইন্সপেক্টর
(মহিলা)
যোগ্যতা : এইচ.এস.সি / সমমান
অভিজ্ঞতা : কোয়ালিটি সেকশানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
আবেদনের নিয়মাবলী :
আগ্রহী প্রার্থীদেরকে
- আবেদনপত্র,
- জীবন-বৃত্তান্ত,
- শিক্ষাগত যোগ্যতা ও
- অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে),
- জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী ০৬/০১/২০২৪ পর্যন্ত প্রতিদিন
অফিস চলাকালীন সময়ে (সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত) সরাসরি নীচের ঠিকানায় যোগাযোগের জন্য অনুবোধ করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানা :
"সহকারী মহাব্যবস্থাপক”, মানব সম্পদ বিভাগ কর্ণফুলী স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড. প্লট নং # ৯-২০, সেক্টর # ৭,রপ্তানী প্রক্রিয়াজাতকরন এলাকা, সি.ই.পি.জেড. চট্টগ্রাম।
Tags:
Garments