মমতা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে সনদপ্রাপ্ত (সনদ নং: ০০৯২৭-০১০৮২-০০২১৮) বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা কর্তৃক
পরিচালিত “সঞ্চয় ও ঋণদান কর্মসূচি” এর অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় শাখাসমূহের
গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী নিম্নলিখিত পদসমূহে নিয়োগ এর জন্য যোগ্য, সৎ, পরিশ্রমী ও কর্মঠ প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদবি : এরিয়া ম্যানেজার
সংখ্যা : ২০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন ভাতাদি : স্নাতক ডিগ্রি। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ম্যানেজার পদে মাঠ পর্যায়ে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসর কাজ করার বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল এ দক্ষতা আবশ্যক।
বয়স :  সর্বোচ্চ ৩৮ বছর।
বেতন সর্বসাকুল্যে ৩৪, ৭৭৬ টাকা। এছাড়া মোবাইল, লাঞ্চ ভাতা ও প্রকৃত মাঠভাতা প্রদান
করা হবে।

পদবি : শাখা হিসাবরক্ষক
সংখ্যা : ১০ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন ভাতাদি : হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল এ দক্ষতা আবশ্যক।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।বেতন : সর্বসাকুল্যে ২১,০০০ টাকা। এছাড়া মোবাইল, লাঞ্চ ভাতা ও প্রকৃত মাঠভাতা প্রদান করা হবে। 


চাকরি নিয়মিতকরণ সাপেক্ষে বছরে ২টি উৎসব বোনাস, ২টি ইনসেনটিভ বোনাস, বৈশাখী বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, কল্যাণ ফান্ড থেকে দুর্ঘটনাজনিত চিকিৎসায় আর্থিক সহায়তা, প্রযোজ্য ক্ষেত্রে মোটর সাইকেল ক্রয়ে বিনা সুদে ঋণ সুবিধা এবং
বিধিবদ্ধ অন্যান্য আর্থিক সুবিধা প্রদান।



আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত
ফটোকপি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর কপি সংযুক্ত করে সংস্থার পরিচালক (এইচআর), মমতা বরাবরে আগামী ২১/০৩/২০২৪ ইং
রোজ বৃহস্পতিবার বিকাল ৫-০০ টার মধ্যে আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো। বাছাইকৃত প্রার্থীদের অতি সত্বর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

মানব সম্পদ বিভাগ, মমতা, প্রধান কার্যালয়, বাড়ি # ১৩, রোড # ১, লেইন # ১, ব্লক-এল, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।

Post a Comment

Previous Post Next Post