চট্টগ্রাম থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত সংবাদপত্র অফিসে PRE PRESS সেকশনের জন্য নিম্নবর্ণিত পদে জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে।
পদ: কম্পিউটার অপারেটর PageMaker/Formatter) (PartTimer/Full Timer)
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে এবং Ms office (Word) বাংলা টাইপে পারদর্শী, Quark Express, Photoshop & Adobe Illustrator 10 চালনায় পারদর্শী হতে হবে। ম্যাগাজিন, বই, পত্রিকার ফরমেটিং এর অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগতযোগ্যতা শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও যোগাযোগের মোবাইল নম্বরসহ নিম্ন ঠিকানায় আগামী ১৮ মে ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
এইচ.আর. ডিপার্টমেন্ট
নিউজ মিডিয়া সার্ভিসেস
৯৭১/এ সি.ডি. এ এভেনিউ
পূর্বকোণ সেন্টার,
পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম