পদ : একাউন্টস এক্সিউটিভ আবশ্যক
চট্টগ্রামে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান স্বদেশ গ্রুপের জন্য জরুরী ভিত্তিতে অভিজ্ঞতা সম্পূর্ণ একাউন্টস এক্সিউটিভ আবশ্যক। প্রার্থীকে আরবী শিক্ষায় শিক্ষিত
হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং তিন ওয়াক্ত নামাজের ইমামতি করতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ফাজিল/মাস্টার্স। আগ্রহী প্রার্থীগণকে অতিসত্ত্বর পূর্ণ জীবন বৃত্তান্তসহ ২ কপি রঙিন ছবি, এন.আই.ডি এর ফটোকপি, অভিজ্ঞতা ও নাগরিক সনদপত্র ও দরখাস্তসহ নিম্ন ঠিকানায় সাক্ষাৎকারের নিমিত্তে সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। ব্যবস্থাপক (মানব সম্পদ) স্বদেশ গ্রুপ, সাইমা ভান্ডার মার্কেট (৩য় তলা) ৩০৯ এস.কে. দেওয়ানহাট, আগ্রাবাদ, চট্টগ্রাম।
Email: hr1@shodeshgroup.com,
মোবাইল নং: ০১৭০৮-১৫৮৫৯৯