জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে সু-প্রতিষ্ঠিত
সিএন্ডএফ কোম্পানীতে নিম্নলিখিত অভিজ্ঞতাসম্পন্ন কিছুসংখ্যক পদে লোক নিয়োগ দেওয়া হবে। ১) ম্যানেজার (০১ জন) (পুরুষ) (শিক্ষাগত যোগ্যতা- সর্বনিম্ন- স্নাতক পাশ),
২) ইমপোর্ট কাস্টম সরকার (০২ জন), ৩) এক্সপোর্ট কাস্টম সরকার (০২ জন), ৪) জেটি সরকার (০২ জন), ৫) কম্পিউটার অপারেটর (০১ জন) (প্রার্থীগণকে অবশ্যই সিএন্ডএফ কাজে ০২ থেকে ০৫ বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন ASYCUDA WORLD এর কাজে পারদর্শী হতে হবে।)
৬) সিনিয়র এক্সিকিউটিভ (০১ জন) (পুরুষ) (ইংরেজিতে দক্ষ ও ই-মেইলে পারদর্শী হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা- সর্বনিম্ন- স্নাতক পাশ),
৭) হিসাবরক্ষক (০২ জন) (মহিলা), ৮) বিল এক্সিকিউটিভ (০২ জন) (মহিলা) (প্রার্থীগণকে অবশ্যই কম্পিউটারে MS EXCEL, MS WORD এ পারদর্শী হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা- সর্বনিম্ন - এইচ.এস.সি পাশ)
৯) ডেলিভারী অর্ডার কালেক্টর (০১ জন), ১০) অফিস সহকারী (পিয়ন)- (০১ জন) (পুরুষ)।
আগ্রহী প্রার্থীকে ১৫-০৭-২০২৪ ইং তারিখের মধ্যে নিম্নবর্ণিত ই-মেইল ঠিকানায় পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের
ফটোকপি এবং জীবনবৃত্তান্তসহ প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বেতন আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ ঠিকানা : SHURJO PRATAP LTD, ফেচী বিল্ডিং (৪র্থ তলা), ৮৭, আগ্রাবাদ, বা/এ, চট্টগ্রাম।
E-Mail: shurjopratap@gmail.com