স্বনামধন্য যাত্রী পরিবহণ সংস্থা "ইউনিক বাস সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশপ




 স্বনামধন্য যাত্রী পরিবহণ সংস্থা "ইউনিক সার্ভিস " এ প্যাসেঞ্জার গাইড নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি সমমান পাস।  বয়স ১৯-৩৫ বছর হতে হবে। সৎ, স্বাস্থবান এবং শুদ্ধ বাংলা ভাষায় কথা বলায় পারদর্শী এমন আগ্রহী প্রার্থীগণ বয়স উল্লেখ পূর্বক আগামী ০৭/১২/২০২৪ইং তারিখ শনিবার সকাল ১০.৩০ টায় নিম্নোক্ত ঠিকানায় জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন  অথবা জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রদর্শনের জন্য মূলকপিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য সাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে।  মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য  কোন প্রকার  টিএ/ডিএ প্রদান করা হইবে না। 

বিঃদ্রঃ পুরাতন গাইড আবেদন করতে পারবে না।  (শর্ত প্রযোজ্য) 

যোগাযোগ এর ঠিকানাঃ মনোলোভা  কাজী আনিসুর রহমান,১৯/১ পরিবাগ, পরিবাগ নতুন রাস্তা (বেঙ্গল এজেন্সির পাশে) শাহবাগ,ঢাকা ১০০০ 
ইউনিক সার্ভিস এর সাথেই থাকুন,ধন্যবাদ।
 ইউনিক সার্ভিস


Post a Comment

Previous Post Next Post